নয়াদিল্লি : ভারতের সংবাদমাধ্যমের ওপর কোনোরকমের সেন্সরশিপ চান না প্রধানমন্ত্রী মনমোহন সিং। সোমবার সন্ধ্যায় বহুল প্রচারিত হিন্দি ভাষার দৈনিক সংবাদপত্র ‘জাগরণ’ এর প্রতিষ্ঠাতা প্রয়াত সাংবাদিক পূরণচন্দ্র গুপ্তার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে দিল্লিতে তিনি এ কথা বলেন।
এদিন প্রধানমন্ত্রী ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) সাবেক সভাপতি প্রয়াত পূরণচন্দ্র গুপ্তের স্মরণে একটি ডাকটিকিট ও বইয়ের মোড়ক উন্মোচন করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থের বিনিময়ে সংবাদ প্রকাশের মতো ‘রোগ’ সারিয়ে তোলার মতো ক্ষমতা দেশের সংবাদমাধ্যমের আছে। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বাড়তি চাঞ্চল্য তৈরির প্রবণতা কমিয়ে আনতে হবে। ’
তিনি বলেন, ‘সামগ্রিকভাবে আমাদের দেশের সংবাদমাধ্যম যেভাবে অত্যন্ত সজীব ও নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাতে আমি খুশি। স্বাধীনতা অর্জনের পর থেকেই দেশে সংবাদমাধ্যমের এই ভূমিকা ও কার্যকারিতা নিয়ে চর্চা অব্যাহত। ’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষও মনে করে, সংবাদমাধ্যমের ওপর বাইরে থেকে নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া উচিত নয়। আমার মনে হয়, সাংবাদিকদের এমন পথ নেওয়া উচিত, যাতে পরিবেশিত সংবাদের মাধ্যমে বস্তুনিষ্ট ও নিরপেক্ষতার ধারণাকে উৎসাহ দেওয়া সম্ভব হয় এবং বাড়তি চাঞ্চল্য তৈরির প্রবণতাকে কমিয়ে আনা যায়। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন প্রযুক্তির মাধ্যমে বৈদ্যুতিক ও মুদ্রণ দু’ধরণের সংবাদমাধ্যম যেভাবে প্রসারিত হয়েছে, ত্া খুবই ইতিবাচক। ’
বাংলাদেশ সময় : ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১২