কলকাতা: বিশিষ্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বাসভবনে চুরি হয়েছে। কলকাতার বাঙ্গুরে কবির বাসভবনের দরজা ভেঙে চোরেরা নিয়ে গেছে টাকা ও গুরুত্বপূর্ণ নথিসহ যাবতীয় জিনিসপত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, চুরি গেছে কবির বিভিন্ন পুরস্কারের পদক, স্মারক এবং কিছু মূল্যবান নথি ও তাকে লেখা কবি জীবনানন্দ দাশের চিঠিপত্র। ঘটনার সময দোতলা ভবনটি তালাবন্ধ ছিল। কবিসহ পরিবারের কেউই ভবনটিতে ছিলেন না। বৃহস্পতিবার রাতে বাড়িতে ফিরে তার ছেলে ও পুত্রবধূ প্রথম দেখেন চুরি হয়েছে।
গত ২৪ ডিসেম্বর থেকে ভবনটি তালাবন্ধ ছিল। তার স্ত্রী অসুস্থ। হাসপাতালে ভর্তি। তাই তিনি দক্ষিণ কলকাতার কসবায় তার ছোট মেয়ের বাসায় ছিলেন। তার পুত্র কৃষ্ণরূপ চক্রবর্তী এবং পুত্রবধূ কাকলি চক্রবর্তী ত্রিপুরায় গিয়েছিলেন।
রাত আটটা নাগাদ কৃষ্ণরূপ এবং কাকলিদেবী এসে দেখেন, একতলায় সদর দরজা ভেতর থেকে বন্ধ। এরপর তারা ভবনটির পিছন দিক দিয়ে রান্নাঘরের দিকে যান। রান্নাঘরের দরজার খিল ভাঙা ছিল। ভিতরে ঢুকে দেখেন, একতলা এবং দোতলা মিলিয়ে মোট ছয়টি আলমারির তালা ভেঙে তছনছ করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, আলমারিতে রাখা নগদ দশ হাজার টাকা, একটি সোনার হার, দামী কয়েকটি কলম এবং দুষ্প্রাপ্য চিঠি পাওয়া যাচ্ছে না। এমনকি কবি যে সব পুরস্কারে সম্মানিত হয়েছিলেন, তার একটি ক্রেস্টও পাওয়া যাচ্ছে না।
এই ঘটনার জেরে পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২