কলকাতা : পশ্চিমবঙ্গে বসবাসরত অবিভক্ত নোয়াখালী জেলার বাসিন্দারা রোববার কলকাতার রবীন্দ্রনগরের রবীন্দ্রমঞ্চে বার্ষিক মিলনোৎসবে মিলিত হলেন।
এদিন দিনভর আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সাবেক পূর্তমন্ত্রী মতীশ রায়, মহেশতলার বিধায়ক কস্তুরী দাস, পানিহাটি পৌরসভার চেয়ারম্যান চারণ চক্রবর্তী, সাবেক বিচারপতি স্মৃতিগোপাল চন্দ, সম্মিলনীর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সন্তোষরঞ্জন সাহা প্রমুখ।
আগামী ১৫ জানুয়ারি এ উপলক্ষে বস্ত্রদান করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তরা।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বসবাসরত তৎকালীন পূর্ববাংলার বর্তমানে বাংলাদেশের প্রতিটি জেলার সংগঠনগুলোর মধ্যে এই সংগঠনটি সবচেয়ে প্রাচীন। ১৯০৫ সালে অবিভক্ত ভারতে এই সংগঠনটি গড়ে ওঠে। বর্তমানে কলকাতায় নিজস্ব ভবনে সংগঠনটির পরিচালনায় একটি দাতব্য চিকিৎসালয় চলে।
বাংলাদেশ সময় : ০২১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২