নিউদিল্লি: অপুষ্টিতে আক্রান্ত বিশ্বের প্রতি ৩জন শিশুর মধ্যে একজন ভারতীয়। মঙ্গলবার প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পেশ করা ‘হাঙ্গার অ্যান্ড ম্যালনিউট্রিসান’ জরিপে উঠে এসেছে এ তথ্য।
দেশের প্রায় ৪২ শতাংশ শিশুই ভুগছে চরম অপুষ্টিতে। ৭ টি রাজ্যের ১১২ টি জেলায় অন্তত ৭৩ হাজার পরিবারের শিশুদের মধ্যে এ অপুষ্টির হার সবচেয়ে বেশি। জরিপে এ ফলাফলকে প্রধানমন্ত্রী ‘জাতীয় লজ্জা’ হিসেবে অভিহিত করেছেন।
ভারত সরকারের গঠিত নন্দি ফাউন্ডেশনের করা এ জরিপের তথ্য অনুযায়ী প্রতি ৫ জন শিশুর মধ্যে মাত্র একজনেরই পুষ্টির মাত্রা গ্রহণযোগ্য।
প্রধানমন্ত্রী বলেন, দেশে অপুষ্টির সমস্যা একটি জাতীয় লজ্জা। দেশের জিডিপি বৃদ্ধি হওয়া সত্ত্বেও অপুষ্টির মাত্রা কমেনি। শুধুমাত্র ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভলেপমেন্ট স্কিমের ওপর সরকারের ভরসা করে থাকা উচিৎ নয়। সবচেয়ে উদ্বেগের কারণ দেশের ৪২ শতাংশ শিশুরই ওজন স্বাভাবিকের থেকে কম। এটি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রধানমন্ত্রীর মতে, এই ফলাফল একদিকে যেমন ভয়াবহ, অন্যদিকে তেমন আশাব্যঞ্জক। কারণ বিগত ৭ বছরে প্রতি ৫ জনে অন্তত একজন শিশু গ্রহণযোগ্য পুষ্টির মাত্রায় পৌঁছেছে।
তিনি বলেন, ন্যাশানাল ফ্যামিলি হেলথ সার্ভে-৩ এ অপুষ্টির যে ছবি উঠে এসেছিল, তার থেকে এই জরিপের ফল ভালোর দিকেই ইঙ্গিত দিচ্ছে।
প্রবল অপুষ্টিতে ধুঁকতে থাকা দেশের ২শ’ টি জেলার জন্য প্রধানমন্ত্রী এদিনই নয়াদিল্লিতে নানা প্রকল্পের ঘোষণা করেন।
পাশাপাশি দেশের উদ্যোগপতি, শিল্পপতি এবং বুদ্ধিজীবী সমাজকেও অপুষ্টির মাত্রা রুখতে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২