ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুসলিমদের জন্য আসন সংরক্ষণ ঘোষণা করে বিপাকে আইনমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২

নয়াদিল্লি: বিধানসভা ভোটের আগে উত্তরপ্রদেশে অনগ্রসর মুসলিম সম্প্রদায়ের জন্য ৯ শতাংশ আসন সংরক্ষণ দেওয়ার কথা বলে বিপাকে পড়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদ।

সূত্র জানায়, নির্বাচনী নিয়মাবলি লঙ্ঘন করার অভিযোগে খুব শিগগিরই নির্বাচন কমিশনারের দফতর থেকে আইনমন্ত্রীকে চিঠি দেওয়া হচ্ছে।



নিয়মানুযায়ী নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর কোন পক্ষই নতুন কোন আইন বা কর্মসূচি ঘোষণা করতে পারে না। যাতে সাধারণ মানুষের প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে।

কিন্তু আইনমন্ত্রী সেই নিয়ম লঙ্ঘন করেছেন বলে বিজেপি’র তরফ থেকে অভিযোগ করা হয় ।

সোমবার উত্তরপ্রদেশের ফারুখাবাদে এক জনসভায় আইনমন্ত্রী খুরশিদ বলেন, উত্তরপ্রদেশে কংগ্রেস সরকার গড়লে অনগ্রসর মুসলিম সম্প্রদায়ের জন্য ৯ শতাংশ আসন সংরক্ষণ করা হবে।

উল্লেখ্য, ফারুখাবাদে কংগ্রেসের হয়ে বিধানসভার ভোটে প্রার্থী হয়েছেন আইনমন্ত্রীর স্ত্রী লুইস খুরশিদ।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।