কলকাতা: মাঝরাতে তল্লাসিতে আটকে পড়ে পুলিশকে সিপিএমের দালাল বলে চিৎকার চ্যাঁচামেচি করার অভিযোগ উঠেছে রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের বিরুদ্ধে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মানিকতলা অঞ্চলে কলকাতা পুলিশের নিয়মিত তল্লাসি চলছিল।
আর এসব গাড়ির পেছনে মন্ত্রীর গাড়ি আটকে যেতেই বিপত্তি। কিছু সময় অপেক্ষার করে ক্রীড়মন্ত্রী গাড়ি থেকে নেমে কর্তব্যরত পুলিশের ওপর রীতিমত হম্বিতম্বি করেন। এমনকি তিনি তাদের সিপিএমের দালাল বলেছেন বলেও অভিযোগ রয়েছে।
মদন মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি হালকা করেই দেখতে চেয়েছেন। তার বলেন, ‘পুলিশের সঙ্গে কোনও ভুল বোঝাবুঝির জায়গা নেই। তল্লাসির জন্যে আমার গাড়ি দাঁড়িয়ে যেতেই পারে। তাতে কোনও অসুবিধা নেই। ’
তবে প্রত্যক্ষদর্শীদের মতে, এই ঘটনায় রীতিমত ‘অপমানিত’ বোধ করেন কর্তব্যরত পুলিশ অফিসাররা। এব্যাপারে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দানের অভিযোগ দায়ের করতে চাইলে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২