কলকাতা: কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে শুক্রবার নিখোঁজ হয়ে যাওয়া শিশুটি রোববার উদ্ধার করেছে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন কলকাতার কড়েয়া থানা এলাকার ব্রড স্ট্রিটের একটি ভবন থেকে শিশুটি উদ্ধার করা হয়।
কলকাতা পুলিশ জানিয়েছে, শিশুটি এক দম্পতির কাছ থেকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে নিঃসন্তান ছিলেন ওই দম্পতি। তাদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম শেখ রাজু ও নিলোফার। আটক করা হয়েছে নিলোফারের শাশুড়ি রেহানাকে। শিশু চুরির কথা স্বীকার করেছেন আটক শেখ রাজু। শিশুটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেনিয়াপুকুর থানায়। সেখানেই তাকে সনাক্ত করে পরিবার।
এদিকে এদিনই কলকাতার স্বাস্থ্য ভবনে সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য কর্তারা শিশু নিখোঁজের ঘটনায় কার্যত দায়ী করেন শিশুটির পরিবারকেই।
কিন্তু পুলিশ জানিয়েছে, যে দম্পতির কাছ থেকে শিশুটি উদ্ধার হয়েছে, তাদের সঙ্গে শিশুটির পরিবারের কোনও সম্পর্ক নেই।
এই ঘটনায় তদন্ত জারি থাকলেও রিপোর্টের জন্য অপেক্ষা না-করেই এদিন সমস্ত দায় অস্বীকার করে স্বাস্থ্য দফতর। রোববার স্বাস্থ্যভবনে সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্যসচিব সঞ্জয় মিত্রসহ অন্যান্য আধিকারিকরা পাল্টা অভিযোগ করেন, শিশুটির পরিবারের ওপর।
উল্লেখ্য, শুক্রবার ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে চুরি যায় তানিশ ফতিমা নামে এক প্রসূতির শিশুপুত্র। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নত করা হয় এক নারীকে। এরপর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়।
বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১২