ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইয়াহিয়ার দশদিন ও বাংলাদেশের জন্ম

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, জানুয়ারি ১৬, ২০১২

কলকাতা: ৩ ডিসেম্বর, ১৯৭১। রাওয়ালপিন্ডির একটি পার্টি থেকে ফিরছিলেন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান।



মাত্রারিক্ত মদ্যপান করে ইয়াহিয়া যুক্তরাষ্ট্রের এক সাংবাদিককে বলেন, ‘দশদিনের মধ্যে ভারত আক্রমণ করছি’।

তার এই মন্তব্যের ঠিক দশদিন পরেই পাকিস্তান ভারতে আক্রমণ করে। এরপর শুধুই ইতিহাস, বীর বাঙালির আহ্বানে সাড়া দিয়ে শ্রীমতি ইন্দিরা গান্ধির নেতৃত্বে ভারত সরাসরি যুদ্ধে অংশ নেয়। যার পথ ধরে জন্ম নেয় বাংলাদেশ।

সোমবার কলকাতায় বাংলানিউজকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানালেন বিশিষ্ট ইতিহাসবিদ অমলেন্দু দে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।