কলকাতা: ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। ভারত স্বাধীন হল।
গত বৃহস্পতিবার তিনি বদোদরায় তার নিজ বাড়িতে পড়ে যান এবং তাঁর হিপ-বোন ভেঙে যায়। বহু বছর ধরে তিনি একাই থাকতেন। এই ঘটনার পর প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শ্বাসকষ্টও শুরু হয়। তিনি বহুদিন ধরে একপ্রকার ফুসফুসের রোগে ভুগছিলেন।
১৯১৩ সালে দক্ষিণ গুজরাটের নাবসারিতে তিনি জন্ম গ্রহণ করেন। ১৯৪২ সালে হোমাই তার পরিবারের সঙ্গে মুম্বাই চলে যান এবং সেখানকার জে জে স্কুল অব আর্টস থেকে ফটোগ্রাফিতে ডিপ্লোমা অর্জন করেন। তাঁর পেশাদারী জীবনের শুরুই এই মুম্বাই শহর থেকে। ২০১১ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে সম্মানিত করে।
১৯৩০ সালে হোমাই জহরলাল নেহরু ও লাল বাহাদুর শাস্ত্রীর ছবি তোলার সুযোগ পান এবং সেই সঙ্গে চিত্র সাংবাদিক হিসাবে স্বীকৃতিও পান। লর্ড মাউন্টব্যাটেনের ভারত ত্যাগ, নেহরু ও মহাত্মা গান্ধীর শেষকৃত্য এবং আরও অনেক ঐতিহাসিক ঘটনার স্বাক্ষী থেকেছে হোমাই ভিয়েরাওয়ালার ক্যামেরা।
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১২