ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঢাকায় শাখা স্থাপন উদ্যোগী কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১২
ঢাকায় শাখা স্থাপন উদ্যোগী কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ

কলকাতা: বৃটিশ শাসনামলে স্থাপিত কলকাতার ঐতিহ্যবাহি সেন্ট জেভিয়ার্স কলেজ এবার ঢাকায় তাদের একটি শাখা স্থাপন করতে উদ্যোগী হয়েছে।

কলেজটির অধ্যক্ষ জন ফেলিক্স রাজ বাংলানিউজকে কলকাতায় এ বিষয়ে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারা কলেজের শাখা স্থাপনের জন্য প্রস্তাব দিতে চলেছেন।



সামনের ফেব্রুয়ারিতে ঢাকায় গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাব দেবেন বলে জানান।

তিনি বলেন, সেন্ট জেভির্য়াস কলেজের ১৫১ বছর পূর্তিতে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের শাখা স্থাপনের পরিকল্পনা আছে। এটা তারই অংশ।

তিনি জানান, ন্যাশনাল অ্যাসেসমেন্ট এ্যান্ড অ্যাক্রেডিশান কাউন্সিলের মূল্যায়নে এবার ৮৮ দশমিক ২৫ শতাংশ নম্বর পেয়েছে সেন্ট জেভির্য়াস। ভারতের স্বশাসিত কলেজগুলির মধ্যে তারাই প্রথম হয়েছে।

উল্লেখ্য, ১৮৬০ সালে বেলজিয়ামের জেসুইটস ক্যাথলিক মিশনারি ফাদার এইচ ডিপেলচিন কলকাতায় সেন্ট জেভির্য়াস কলেজ স্থাপন করেন। ১৮৬২ সালে কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন লাভ করে। কবিগুরু ও আচার্য জগদীশ চন্দ্র বসুর স্মৃতিধন্য ১৯৮৫ সালে ভারত সরকার ১২৫তম বর্ষ পূর্তিতে একটি ডাকটিকিট প্রকাশ করে।

বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে মোট ৫টি বিষয়ে সকাল, দিবা ও সন্ধ্যা শিফটে এখানে পড়ানো হয়।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।