কলকাতা: শুধু নামই নয়, এবার প্রকৃত অর্থেই সর্বভারতীয় তৃণমুল কংগ্রেস গড়ার লক্ষ্যে এবার উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে শতাধিক আসনে লড়তে চলেছে তৃণমুল।
দলটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায় বলেছেন, ‘আমাদের উদ্দেশ্য জাতীয় স্তরে দলের উপস্থিতি তুলে ধরা।
এর পাশাপাশি তিনি বলেন, ‘মনিপুরে ৪৫টি আসনে লড়বে দল, গোয়ায় ৪০টি আসনে স্থানীয় কয়েকটি দলের সঙ্গে জোট করে প্রার্থী দেওয়া হবে। উত্তরাখণ্ডেও আমরা কয়েকটি আসনে লড়াই করবো। তবে গোয়া ছাড়া আর কোনো রাজ্যে আমরা জোট করছি না। ’
তিনি আরও বলেন, ‘মনিপুর ও গোয়ার ভাল ফল হবে আর উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে আমরা আমাদের উপস্থিতি প্রমাণ করবো। ’
উল্লেখ্য, উত্তরপ্রদেশের প্রথম দফার ভোটে ৫৫ আসনের মধ্যে ১১টিতে লড়াই করছে তৃণমুল।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘন্টা, জানুয়ারি ১৭, ২০১২