কলকাতা: চলে গেলেন বিশিষ্ট উচ্চাঙ্গ সংগীতশিল্পী নূর জাহান বেগম। ৯০ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে সোমবার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আগ্রা ঘরানার এই প্রবীন শিল্পীর জন্ম রাজস্থানের জয়পুরে। সেখানেই উস্তাদ ফৈয়াজ খানের শিষ্য আবদুল কাদের খাঁ সাহেবের কাছে তিনি সঙ্গীতের তালিম নেন। ঠুংরি, দাদরা, খেয়াল- মার্গ সংগীতের বিভিন্ন ধারায় ছিল তার অনায়াস বিচরণ। সঙ্গীত তার কাছে ছিল শ্বাস-প্রশ্বাসের মতোই। এমনকি জীবনের শেষ দিকে অশক্ত শরীরেরও তিনি নিজেকে ডুবিয়ে রাখতেন নিয়মিত রেওয়াজে।
শারীরিক অসুস্থতার জন্য কিছুদিন আগে প্রেমদাস জলরাম হাসপাতেলে তাকে ভর্তি করা হয়। কিছুটা অবস্থার উন্নতি হলে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। সোমবার সেখানেই মারা যান তিনি। তার চার মেয়ের মধ্যে দুজন মায়ের পথ ধরেই মার্গ সংগীতের শিল্পী। মুম্বাইবাসী একমাত্র ছেলে বেছে নিয়েছেন সংস্কৃতির আর এক ধারা কবিতাকে।
সোমবার সন্ধ্যায় এই শ্রদ্ধেয় শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়।
ভারতীয় সময়: ০২২০ঘন্টা, জানুয়ারি ১৮,২০১২