কলকাতা: বর্তমান শিক্ষাবর্ষ থেকেই বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পর্যন্ত পাস-ফেল প্রথা তুলে দিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা মন্ত্রক।
যদিও রাজ্য সরকারের সিলেবাস কমিটির প্রস্তাব ছিল ধাপে ধাপে পাস-ফেল প্রথা তোলে দেওয়ার। সেই প্রস্তাব অগ্রাহ্য করেই এ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারের দাবি শিক্ষার অধিকার আইন মানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেবাস কমিটির সাবেক প্রধান শিক্ষাবিদ সুনন্দ সান্যালের বক্তব্য ছিল, হঠাৎ করে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস-ফেল তুলে দিলে ছাত্রদের ক্ষতি হবে।
কিন্তু সব প্রস্তাব এবং মত উপেক্ষা করেই বিজ্ঞপ্তি জারি করল বর্তমান সরকার। এখন থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনও ছাত্রছাত্রীকে ফেল করানো হবে না।
এর ফলে, কোনও বিষয় কোনও ছাত্র সঠিকভাবে শেখা না হলেও তাকে সেই শ্রেণীতে আটকে রাখার ক্ষমতা থাকবে না কোনও বিদ্যালয়ের কর্তৃপক্ষের।
তবে, এখনই ইউনিট টেস্ট বা বার্ষিক, ষাণ্মাষিক পরীক্ষা তুলে দিচ্ছে না সরকার। এ বছর যে পরীক্ষা এবং মূল্যায়ন হবে, তাতে যদি কেউ পাস করতে না পারে তাহলেও তাকে পরের ক্লাসে তুলতে বাধ্য থাকবে স্কুল কর্তৃপক্ষ।
আগামী বছর থেকে পরীক্ষা ব্যবস্থা থাকবে কি না, থাকলেও কীভাবে হবে, তা নিয়ে বিশেষভাবে চিন্তাভাবনা শুরু করেছে সরকার, জানিয়েছে রাজ্য শিক্ষা মন্ত্রক।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২