ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যে ২টি অগ্নিকাণ্ডের ঘটনা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২

কলকাতা: রাজ্যে ২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে হাওড়া জেলার বালিতে গ্যাস সিলিন্ডার ফেটে আহত হন এক দম্পতি ও তাদের দুই সন্তান।



অন্যদিকে গত মঙ্গলবার রাতে কলকাতার ক্যামাক স্ট্রিটে পেট্রল পাম্পে আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বালি থানার চাঁদমারি এলাকায় একটি বাড়িতে চা বানাতে গ্যাস জ্বালাতে গেলে সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে। ঘরটিতে আগুন লেগে যায়। এতে এক দম্পতিসহ তাদের দুই সন্তান আগুনে ঝলসে যায়। ঘটনার পর স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

দমকল বাহিনী ও বালি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের প্রথমে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভবত গ্যাস সিলিন্ডার খোলা থাকায় গ্যাস জ্বালানোর সঙ্গে সঙ্গে সেখানে আগুন লেগে যায় এবং সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে।

অন্যদিকে, পেট্রোল পাম্পের বাইরে দাঁড়িয়ে থাকা ৫টি গাড়িতে আগুন লাগায় মঙ্গলবার রাত নটা নাগাদ আতঙ্ক ছড়ায় ক্যামাক স্ট্রিটের একটি পেট্রোল পাম্পে। প্রথমে একটি গাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের গাড়িগুলোতে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। ঘিরে ফেলা হয় এলাকা।

কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী জাভেদ খান।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।