আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরা রাজ্য জুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশত বর্ষ।
রাজ্যে বিবেকানন্দের নামে একটি কলেজ, একটি অডিটোরিয়াম এবং একটি ছাত্রাবাস করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
এছাড়া গোটা বছর বিবেকানন্দের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে। এ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
এ বছর স্বামী বিবেকানন্দের জন্মের ১৫০ বছর পূর্তি হচ্ছে।
রাজ্য তথ্য সংস্কৃতি দফতরের এক আধিকারিক জানিয়েছেন, বিবেকানন্দকে শুধুই একজন ধর্ম প্রচারক হিসাবে দেখছে না রাজ্য সরকার। বিবেকানন্দকে দেখা হচ্ছে, এক জন সমাজ সচেতক হিসাবেও।
তাই তার জন্মের সার্ধশত বর্ষ ত্রিপুরায় পালিত হচ্ছে ক্ষুধা, অশিক্ষা, অপুষ্টি, ধর্মান্ধতার বিরুদ্ধে মানুষকে সচেতন করার আহ্বানে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২