কলকাতা: তিস্তার পানি চুক্তির দাবিতে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টে এরশাদের তিস্তা অভিমুখে লঙমার্চকে সমর্থন জানিয়েছে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি।
বুধবার কোচবিহার থেকে ফোনে বাংলানিউজকে এ খবর জানান ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সদস্য ও আইনি উপদেষ্টা আহসান হাবিব।
এদিন তিনি বলেন, তিস্তার পানির নায্য হিস্যার সঙ্গে ছিটমহলের মানুষের ভবিষ্যৎ জড়িত। কারণ তিস্তার লাগোয়া ২৫টি ভারতীয় ছিটমহল, যা বাংলাদেশের অভ্যন্তরে সেই ছিটের বাসিন্দারা তিস্তার পানির ওপর নির্ভরশীল। তাই আমরা তিস্তা চুক্তি অবিলম্বে করার দাবি জানাই।
তিনি আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট এরশাদের এই আন্দোলনকে তারা সমর্থন করেন। কারণ এর সঙ্গে ছিটের মানুষের স্বার্থ জড়িত। এছাড়াও দু’দেশের মধ্যে একমাত্র তিনিই আমাদের আন্দোলনকে প্রকাশ্য সমর্থন করেছিলেন।
এরশাদের লঙমার্চে ভারতীয় ছিটের প্রায় ১০ হাজার মানুষ অংশ নিয়েছে। সেই সঙ্গে ভারতীয় ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত লঙমার্চের গাড়ি বহরে আছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২