কলকাতা: আমি ভয়ঙ্কর হতে পারি - মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে রসত্যতা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। ডায়মন্ড হারবারে ছাত্রে রনৃশংস হত্যা তারই প্রমাণ।
বুধবার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র মহাকরণে সংবাদিক সম্মেলনে একথা বলেন।
রাজ্যের বিরোধি দলনেতা বলেন, কত অসত্য কথার উত্তর দেব। শিশু মৃত্যুর তিনি যে তথ্য দিচ্ছেন তা ২০১০ সালের। এখনও সাত মাসের সমীক্ষার ফল বের হয়নি।
তিনি বলেন, ১০০ দিনের কাজে মাটি কাটার তিনি যে হিসেব দিয়েছেন তাতে সেন্টিগ্রেড, কিলোগ্রাম সব তালগোল পাকিয়ে গেছে।
এদিন তিনি পঞ্চায়েতের কাজ প্রসঙ্গে বলেন ,তৃণমূলের পরিচালিত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের পঞ্চায়েত সবচেয়ে খারাপ কাজ করেছে।
বাংলাদেশ সময় ০ ৩০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২