কলকাতা: পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন সিপিএম’র সর্বভারতীয় সম্পাদক প্রকাশ কারাত।
শুক্রবার সিপিএম’র চারদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক কলকাতায় শেষ হয়।
এদিন,রাজ্যের বর্তমান সরকারের তিনি সমালোচনা করে বলেন, ২৪জন কৃষক এপর্যন্ত ঋণের দায়ে আত্মহত্যা করেছে। সরকার এই দায় ঘাঁড়ে নে নি। গরিবদের জন্য সমস্ত উন্নয়নমূলক পরিকল্পনা অন্তর্দয় যোজনা, গ্রামীণ কর্মসংস্থান বন্ধ হওয়ার পথে। পঞ্চায়েত ব্যবস্থাকেই নষ্ট করে ফেলতে চাইছে বর্তমান সরকার।
তিনি বলেন, বন্ধ চা-বাগান ও কারখানার শ্রমিকদের জন্য আগের সরকার মাসিক ১ হাজার ৫শ রুপি করে ভাতা দিত, এখন তাও বন্ধ হয়ে গেছে।
প্রকাশ কারাত আরও অভিযোগ করে বলেন, নির্বাচনের পরে ৫৪ জন সিপিএম’র কর্মীকে হত্যা করা হয়েছে। দোষীদের এখনও কোনও শাস্তি হয়নি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এমনকি শিক্ষককেরা তার প্রাপ্ত সম্মান পাচ্ছে না। তৃণমূল দলের নেত্রীর অসহিষ্ণু ব্যবহার নেতাদের ওপরেও প্রভাব ফেলছে।
তিনি কেন্দ্রীয় সরকারের সমলোচনা করে বলেন, ইউপিএ সরকার একটি দুর্বল লোকপাল বিল পেশ করেছে। সংসদে তারা ফরেন ডায়রেক্ট ইনভেস্টমেন্টের বিরোধিতা করবেন। তিনি বলেন, কংগ্রেস বা বিজেপির নীতির সঙ্গে তারা একমত নন।
সাংবাদিকরা প্রশ্ন করেন, তবে কি তারা উত্তরপ্রদেশে বিএসপির সঙ্গে জোট করবেন?
এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএসপির কৃষকদের জমি কেড়ে নিয়েছে ও দুর্নীতির প্রশ্নে তারা কখনই বিএসপির সঙ্গে একমত নন।
জোট সঙ্গীদের সঙ্গে তাদের সম্পর্কের প্রশ্ন উঠলে তিনি বলেন, সিপিআই ও সিপিএমের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করতে হবে।
প্রকাশ কারাত বলেন, কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে দলের মতাদর্শের দলিল নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২