ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কৃষক আত্মহত্যা নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা কংগ্রেসের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২

কলকাতা: একের পর এক কৃষক আত্মহত্যা নিয়ে বিরোধী বামদের পর রাজ্য সরকারের সমালোচনা শুরু করল জোট শরিক কংগ্রেসও।

শনিবার বিধান ভবনে এক সাংবাদিক সম্মেলনে কৃষক আত্মহত্যা বন্ধ করতে সরকারের সদিচ্ছা নিয়ে কার্যত প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।



তিনি বলেন, ‘কৃষকদের আত্মহত্যার ঘটনাকে নিছক অবসাদ বলে চালিয়ে দেওযার চেষ্টা হচ্ছে। ’

পাশাপাশি প্রশাসনিক আধিকরিকরা কৃষক আত্মহত্যার ঘটনা চেপে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

এদিন তিনি বলেন, ‘পর পর কৃষক আত্মহত্যা নিয়ে এখনো কোনো তদন্ত কমিটি গঠন করেনি রাজ্য সরকার। রাজ্য সরকারের উচিত সর্বদলীয় কমিটি গড়ে ঘটনাগুলো তদন্ত করা। ’

তবে সরকার না-করলেও প্রদেশ কংগ্রেসের তরফে তথ্য অনুসন্ধানী কমিটি গড়া হবে বলে জানিয়েছেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।