ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর জন্য দেড়শো কোটি রুপি বরাদ্দের ঘোষণা মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২

কলকাতা: রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলোর জন্য এবার দেড়শো কোটি রুপি বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  

শনিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে অনুদান তুলে দেন মুখ্যমন্ত্রী ।

রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য এবার দেড়শো কোটি রুপি বরাদ্দ হয়েছে। গতবছর এই খাতে ৯০কোটি রুপি বরাদ্দ হয়েছিল। এদিন ৩৪ হাজার উদ্যোগীকে অনুদান দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী জানান, স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজের বাজার নেই। এবছর ৭শ ৫০ লাখ রুপি বিনিয়োগ হবে। রাজ্যে যত ‘ইন্ডাস্ট্রিয়াল হাব’ তৈরি হবে সেখানে একটি করে স্টল রাখা হবে তাদের জন্য। রাজ্যে, জেলায় ও মহকুমা ও ব্লকে ব্লকে মার্কেটিং সেন্টার হবে। স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যরা বছরে ৩০ হাজার রুপি করে চিকিৎসার জন্য পাবেন।

মুখ্যমন্ত্রী বলেন, এবার থেকে আমেরিকা, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, জাপান, চিনেও স্বনির্ভর গোষ্ঠীগুলির তৈরি জিনিস বিক্রি করা হবে। এরজন্য একটি এক্সপার্ট দল গঠন করা হবে। রাজ্যে ১৪ লাখ স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্য রয়েছে।

মুখ্যমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীগুলির মা-বোনেদের সাবধান করে বলেন, অপপ্রচার কুৎসায় কান দেবেন না কাজ করে যান।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি, অর্থমন্ত্রী অমিত মিত্র।

ভারতীয় সময়: ১৯০৫ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।