কলকাতা: নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন আগাম পালন করে এবার বামদের চরম সমলোচনার মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সোমবার ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন কিন্তু শনিবার মহাকরণে তার প্রতিকৃতিতে আগাম মাল্যদান করে জন্মদিন পালন করাকে কেন্দ্র করে শুরু হয়েছে চরম বির্তক রাজ্য রাজনীতি।
রাজ্যের বামফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, নেতাজির জন্মদিন যেন তারা আগে পালন না করে ফেলে তার ভয়ে মহাকরণে শনিবারই নেতাজির জন্মদিন পালন করেন মুখ্যমন্ত্রী ও অন্য বিশিষ্ট জনেরা।
অন্যদিকে, রাজ্য সরকারের যুক্তি ২৩ জানুয়ারি (সোমবার) ছুটির দিন থাকায় ২১ জানুয়ারি শনিবার দিনে তা পালন করা হয়েছে। যদিও শনিবার সরকারি সাপ্তাহিক ছুটি ছিল।
বামদের পক্ষে বিমান বসু শনিবার রাতে বলেন, ২৩ জানুয়ারি ১২-১৫ মিনিটে তারা নেতাজির মূর্তির পাদদেশে জমায়েত হবেন মাল্যদানের জন্য। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ২৩ জানুয়ারি ১ টা ৪৫ মিনিট থেকে সাড়ে ৩ টা পর্যন্ত তারা ওই অঞ্চলটি ব্যবহার করতে পারেন। তার আগে নয়।
তিনি বলেন, ১২-১৫ মিনিটে যেহেতু নেতাজির জন্মক্ষণ সেই সময় তারা মাল্যদান করতে চান। আমরা দিনটিকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে গণ্য করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও করেছিলাম কিন্তু এটা কী হল!
এদিকে নেতাজির জন্মদিন পালন নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক অসৌজন্যের অভিযোগ আনল নেতাজীর তৈরি রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক। রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী পালনের আবেদন জানিয়েছিল ফরওয়ার্ড ব্লক।
দলের রাজ্য সম্পাদক অশোক ঘোষ মুখ্যমন্ত্রীকে এবিষয়ে দুটি চিঠি দেন। দলীয় নেতৃত্বের অভিযোগ, মুখ্যমন্ত্রী তাঁদের আবেদনে সাড়া দেননি। বর্ষীয়ান নেতার চিঠির উত্তর দেওয়ার প্রয়োজনও বোধ করেননি তিনি। রাজ্য সরকার নেতাজির জন্মদিন ২৩ জানুয়ারির পরিবর্তে ২১ জানুয়ারি পালন করায়,বিষয়টি লঘু হয়েছে বলে মনে করছে ফরওয়ার্ড ব্লক।
ভারতীয় সময়: ০২০৯ ঘন্টা, ২২ জানুয়ারি, ২০১২