কলকাতা : ধান বিক্রি করতে না পেরে শেষমেশ জাতীয় সড়ক অবরোধের পথে গেল বর্ধমানের কৃষকরা। শুক্রবার সকাল ৭টা থেকে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা।
কৃষকদের অভিযোগ- রাইস মিলগুলো এলাকার কৃষকদের কাছ থেকে ধান না কিনে অন্য রাজ্য থেকে কিনছে।
এদিন বর্ধমানের পারাজি রাইস মিলে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ধান কেনার টোকেন না দেওয়ায় কৃষকরা ক্ষোভে ফেটে পড়েন। ভোর থেকে তারা লাইন দেন। এবার ধানের ভাল ফলন হলেও তা রাইসমিলগুলো কিনছে না। তারা অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, কর্ণাটক থেকে আসা ধান কিনছে। ফলে বিপাকে পড়েছেন কৃষকরা।
বৃহস্পতিবার সরকারি ছুটির পর এদিন ব্যস্ত দিনের শুরুতেই কলকাতা-দুর্গাপুর সড়ক অবরোধ করেন কৃষকরা। ফলে একদিকে দুর্গাপুর ও অন্যদিকে বর্ধমান পর্যন্ত বিশাল গাড়ির লাইন পড়ে যায়। আটকে যায় মলয় ঘটক ও দক্ষিণবঙ্গের আইজির গাড়ি।
গলসি-১ নম্বরের বিডিও ঘটনাস্থলে এলে তাকে লাঞ্ছিত হতে হয়। পরে বিশাল পুলিশবাহিনী এসে অবরোধ তুলে দেয়। তিন ঘণ্টা পর অবরোধ উঠে যায়।
উল্লেখ্য, বর্ধমানে এ পর্যন্ত বহু কৃষক আত্মহত্যা করেছেন। গোটা রাজ্যে ২৬ জন কৃষক ধান বিক্রি করতে না পেরে মারা গেছেন। এছাড়া কৃষকরা চাহিদামত দামে ধান বিক্রি করতে না পেরে ধান পুড়িয়ে দিয়েছেন।
বাংলাদেশ সময় : ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২