ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উৎসাহ উদ্দীপনায় কলকাতায় দেবী সরস্বতীর আরাধনা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২
উৎসাহ উদ্দীপনায় কলকাতায় দেবী সরস্বতীর আরাধনা

কলকাতা: কোথাও প্রকাণ্ড মণ্ডপে, কোথাও আবার ঘরের কোণে, গোটা বাংলায় বিভিন্ন রূপে-রঙে-মাপে এদিন শুধুই সরস্বতী। একটা দিন পড়াশুনোর ছুটি।

খুদে পায়ে জড়িয়ে যাওয়া বাসন্তী শাড়ি, প্রথমবার ‘তার’ হাত ধরে হাঁটার অনুভুতি, সব মিলে আরও একটা সরস্বতী পুজো। সঙ্গে অঞ্জলি, নৈবেদ্য তো আছেই।

দিনটি জ্ঞানের দেবীর আরাধনার দিন হলেও কলকাতার শিক্ষার্থীদের কাছে এটি পালন হলো ‘বাঙালির ভ্যালেন্টাইনস ডে’ হিসেবে! অন্তত, পুরোদিনের কর্মসূচি দেখে তাই মনে হয়।

শনিবার মাঘের শুক্লাপঞ্চমীতে ভোর থেকেই বাগদেবীর আরাধনায় মাতে গোটা কলকাতা। স্কুলে, কলেজে, পাড়ার মোড়ে, পড়ুয়াদের ঘরে ঘরে সকাল থেকেই ধুপ-ধুনোর গন্ধ। ভোর হতে না-হতেই স্নান সেরে সেজেগুজে রাস্তায় বেরিয়ে পড়ে ছাত্রছাত্রীরা। কারও গন্তব্য স্কুল-কলেজ, আবার কেউ দিনটা কাটানোর পরিকল্পনা করেছে নিছক আড্ডায়। খুচরো খিদে মেটাতে রয়েছে পূজার প্রসাদ। পশ্চিমী পোশাক ফেলে এদিন টিনেজাররাও বাঙালিয়ানায় মেতে উঠে শরীরে চাপায় শাড়ি।

তবে আনন্দের মাঝখানে কপালে ভাঁজ ফেলেছে চড়া বাজারদর। পূজার বাজারে ফলের দাম তুঙ্গে। সেই সঙ্গে বিয়ের মরশুম চলায় তরতর করে বাড়ে ফুলের দাম। তাই অল্প বাজেটে পুজোর আয়োজন করতে হিমশিম খায় খুদেরা।

এদিকে, কলকাতায় বাংলানিউজের ব্যুরো এবারই প্রথম সরস্বতী পূজার আয়োজন করে। এতে অন্যদের মধ্যে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন কলকাতা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক কমল ভট্টাচার্য, কলকাতার বহুল প্রচারিত দৈনিক প্রয়াগের চিফ রিপোর্টার দীপন বন্দোপাধ্যায়, কলকাতার আলিপুর আদালতের আইনজীবী শুভদীপ রায়চৌধুরী, বিদ্যাসাগর কলেজের অধ্যাপক উত্তম মুখার্জি, বাংলাদেশের দৈনিক আমাদের সময়ের কলকাতা প্রতিনিধি মৌসুমী দাস প্রমুখ। বাংলানিউজের কলকাতা ব্যুরো চিফ রক্তিম দাশ সবাইকে স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।