ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় সিআইটিইউ'র বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, এপ্রিল ১, ২০২১
আগরতলায় সিআইটিইউ'র বিক্ষোভ মিছিল আগরতলায় সিআইটিইউ'র বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ভারতের বর্তমান সরকার দেশের শ্রমিকদের জন্য যে চারটি শ্রম কোড তৈরি করেছে তা অবিলম্বে বাতিলের দাবিতে আগরতলায় প্রতিবাদ মিছিল করেছে শ্রমিক সংগঠন সেন্টার অব ইন্ডিয়ান ট্রড ইউনিয়নস (সি আই টি ইউ)।

বৃহস্পতিবার (১ এপ্রিল) প্রতিবাদ মিছিলটি রাজধানীর অফিস লেন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্ররিক্রমা করে।

সি আই টি ইউ'র ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক ও সাবেক এম পি শঙ্কর প্রাসাদ দত্তের অভিযোগ নতুন চারটি শ্রম কড শ্রমিকদের স্বার্থ বিরোধী এবং দেশের করপোরেটদের স্বার্থের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে তাই অবিলম্বে তা বাতিল করতে হবে এবং আগের শ্রম কোডগুলি বহাল রাখতে হবে।

তিনি আরও বলেন, ১ এপ্রিল থেকে নতুন শ্রম কোড চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার তা প্রত্যাহারের দাবিতে সারা দেশে এক সঙ্গে প্রতিবাদ করা হচ্ছে। পাশাপাশি তারা শ্রম কোডের কপি পুড়িয়েও প্রতিবাদ জানান।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।