ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় চার বাংলাদেশি যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
ত্রিপুরায় চার বাংলাদেশি যুবক আটক

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহরের পাইতুর বাজার মোটরস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চার বাংলাদেশি যুবককে করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ২০ নম্বর ব্যাটালিয়ন ও কৈলাশহর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- সাহান আলী (২৮), রাজন মিঞা (২৫), নান্টু মিঞা (২৮) ও আহম্মেদ আলী (৩৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এ চার যুবক কাজের সন্ধানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তাদের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার এলাকায়।  

কৈলাশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পার্থ মুন্ডা জানান, এ সময় তাদের কাছ থেকে নগদ ভারতীয় ৮ হাজার ৫০০ রুপি পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
এসসিএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।