ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপাহীজলার করোনা কেয়ার সেন্টার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মে ১৫, ২০২১
সিপাহীজলার করোনা কেয়ার সেন্টার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী

আগরতল (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার করোনা কেয়ার সেন্টারগুলোর পরিকাঠামো কেমন রয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এ পরিপ্রেক্ষিতে শনিবার (১৫ মে) সিপাহীজল জেলার একাধিক করোনা কেয়ার সেন্টার ঘরে দেখেন তিনি।

 

এদিন তিনি এক এক করে লালসিংমুড়ার কোভিড কেয়ার সেন্টার, বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মজুদ রুম, কল সেন্টার, বিশ্রামগঞ্জ'র জেলা পঞ্চায়েত রিসোর্স সেন্টার, কোভিড সেন্টার পরিদর্শন করেন। পাশাপাশি মেলাঘর ডেডিকেটেড কোভিড হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন ও অক্সিজেন প্লেন্টটিও ঘুরে দেখেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে সংসদ প্রতিমা ভৌমিক উপস্থিত ছিলেন।  

বিপ্লব কুমার দেব বলেন, সিপাহীজলা জেলার লালসিংমুড়া কোভিড কেয়ার সেন্টারে ১০০টি বেড রয়েছে। যার মধ্যে ৮০টি অক্সিজেন যুক্ত বেড। এ মুহূর্তে এখানে ১৬ জন রোগী রয়েছেন। এখানে কয়েকজন সংশোধনাগারের বন্দি চিকিৎসাধীন রয়েছেন। এ কোভিড সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো রাখার বিষয়ে প্রশাসনকে নির্দেশ দিয়েছি। কোভিড মোকাবিলার জন্য রাজ্য সরকার প্রস্তুত। জেলায় জেলায় বিকেন্দ্রীকৃত চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।  

এছাড়া তিনি বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণি উচ্চ বিদ্যালয়ে কোভিড ওয়ার রুম পরিদর্শন করেন। এখানে ৬০ জন শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষণ দিয়ে ওয়ার রুম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা এ ওয়ার রুমে কাজ হচ্ছে। জেলাগত স্বাস্থ্য পরিকাঠামোর বিষয়ে সর্বদা পর্যবেক্ষণ চলবে এ ওয়ার রুম থেকে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মে ১৫, ২০২১
এসসিএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।