ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : সীমান্ত সমস্যা মোকাবিলায় ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সেক্টর পর্যায়ে খোয়াইতে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। যে সমস্ত সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হয়, সেই সীমান্তে দু’দিকের টহলদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।



এদিন খোয়াই ডাকবাংলোতে বিএসএফের তেলিয়ামুড়া সেক্টর এবং বিজিবির সিলেট সেক্টরের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফের নেতৃত্ব দিয়েছেন ডিআইজি অরুণ কুমার তাম্বে। বিজিবির নেতৃত্বে ছিলেন সম র‍্যাঙ্কের অফিসার মহম্মদ খায়রুজ্জামান। দুই দেশের সেক্টরের অন্তর্গত সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন ব্যাটালিয়নের কমান্ডেন্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএসএফের তেলিয়ামুরা সেক্টরের ডেপুটি কমান্ডেন্ট সুধীর কুমার সংবাদিকদের জানান, সীমান্তে বিভিন্ন ধরনের অপরাধ কমাতে বৈঠকে অলোচনা হয়েছে। দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তের পাঁচটি পয়েন্টকে অতি অপরাধ প্রবণ বলে চিহ্নিত করেছে। এগুলো হলো— সদর মহকুমার দাইগ্যাবাড়ি, সিমনা, খোয়াই মহকুমার সিঙ্গিছড়া, গুমসিংবাড়ি ও করাঙ্গিছড়া। সিদ্ধান্ত হয়েছে এই পাঁচটি পয়েন্টে দু’পক্ষই টহলদারি জোরদার করবে। এখন থেকে চার মাস অন্তর অন্তর এ ধরনের বৈঠক বসবে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।