কলকাতা : উন্নয়নের জন্য অর্থ এসেছিল। কিন্তু তা কাজে লাগানো যায়নি।
জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশনের অধীন বিএসইউপি প্রকল্পে পশ্চিমবঙ্গকে ৫০০ কোটি রুপি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার।
২০০৭ সালের বাজেটে অনুমোদিত হয় এই অর্থ। প্রথম দফায় কেন্দ্র পশ্চিমবঙ্গকে ১২৫ কোটি রুপি দেয়। মাত্র ১৪ কোটি রুপি ব্যবহার করেছে কলকাতা পৌরসভা।
ফলে চলতি বছরের মার্চ মাসেই কেন্দ্রের কাছে ফিরিয়ে দিতে হচ্ছে প্রায় ১১১ কোটি রুপি।
কলকাতা পৌরসভার তরফে জানানো হয়েছে, বস্তিবাসীদের বাড়ি বানানোর জন্য উপযুক্ত জায়গা পাওয়া যায়নি। তৈরি হয়নি প্রকল্পের রিপোর্ট। ৯৪ কোটি রুপিরও বেশি অর্থের ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়নি। অথচ মার্চ মসের মধ্যে তা জমা দিতে না পারলে কেন্দ্রকে এ অর্থ ফিরিয়ে দিতে হবে।
সম্প্রতি কলকতা পৌরসভার বস্তি উন্নয়ন বিভাগের দায়িত্ব নেওয়া অতীন ঘোষ জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি বলেছেন, যে সময়ে প্রকল্প অনুমোদন পেয়েছিল। তার তুলনায় বাজার দর প্রায় দ্বিগুণ হয়েছে। বাড়তি অর্থ ভর্তুকি দেওয়ার অবস্থায় নেই পৌরসভা।
প্রকল্পের সময় আরো দু’বছর বাড়ানোর জন্য কেন্দ্রকে অনুরোধ জানাচ্ছে পৌরসভা।
বাংলাদেশ সময় : ১৯৪১ ঘন্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১২