ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা সফরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
ত্রিপুরা সফরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

আগরতলা (ত্রিপুরা): দু’দিনের সফরে ত্রিপুরা এসেছেন ভারত সরকারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার (২৭ আগস্ট) এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে করে আগরতলার এমবিবি বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ঞু দেব বর্মন, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ডা. মানিক সাহাসহ অন্যান্য কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে সরাসরি রাজ্যর অতিথিশালায় যান অর্থমন্ত্রী সীতারামন। সেখানে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

২০১৮ সালের মার্চে বিজেপি-আইপিএফটি সরকার ক্ষমতায় আসার পর এটি সীতারামনের প্রথম রাজ্য সফর।

দু’দিনের সফরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি। এছাড়া  রাজ্যের মন্ত্রিসভার সদস্য ও ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।

এর আগে মহারাজা বীর বিক্রম জয়ন্তীতে যোগ দিতে ১৯ আগস্ট ত্রিপুরা সফরের কথা ছিল অর্থমন্ত্রীর। কিন্তু আফগানিস্তান সংকট নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠকের জন্য সফর স্থগিত করা হয় তার।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
এসসিএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।