আগরতলা (ত্রিপুরা) : বাংলাদেশের ওপর দিয়ে ত্রিপুরায় পণ্য আসার সুযোগ আরও প্রশস্ত হতে চলেছে। পালাটানার ভারি যন্ত্রপাতি আসার পর এবার আশুগঞ্জ বন্দর হয়ে রাজ্যে আসবে এফসিআইয়ের খাদ্য সামগ্রী।
আগামী কিছু দিনের মধ্যে খাদ্য সামগ্রী নিয়ে প্রথম কনসাইনমেন্ট রাজ্যে প্রবেশ করবে বলে আশা করা যাচ্ছে। এ খবর জানিয়েছেন, এফসিআইয়ের চেয়ারম্যান সিরাজ হোসেন।
বাংলাদেশের আশুগঞ্জ বন্দর হয়ে খাদ্য সামগ্রী এলে একদিকে যেমন সময় কম লাগবে। অন্যদিকে পরিবহন খরচও পড়বে কম।
ত্রিপুরার খাদ্য মন্ত্রী মানিক দে জানিয়েছেন, সম্প্রতি দিল্লিতে সর্ব ভারতীয় পর্যায়ে খাদ্যমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে আশুগঞ্জের ওপর দিয়ে উত্তরপূর্বাঞ্চলে বিশেষত ত্রিপুরায় খাদ্য সামগ্রী আনার ব্যাপারটি আলোচিত হয়।
ত্রিপুরায় এখন কিছু খাদ্য সামগ্রী হলদিয়া বন্দর হয়ে ট্রেন ও সড়ক পথে আসে। বাকি পণ্য আসে সরাসরি ট্রেন ও সড়ক পথে। আশুগঞ্জ বন্দর হয়ে পণ্য আসা শুরু করলে হলদিয়া থেকে পণ্য সামগ্রী জলপথে সরাসরি আশুগঞ্জে চলে আসবে।
মানিক দে বলেন, আশুগঞ্জ বন্দর ব্যবহার করে পণ্য সামগ্রী আনার দাবি বহু দিন ধরেই জানিয়ে আসছিল ত্রিপুরা। অবশেষে এই দাবি পূরণ হতে চলেছে।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২