ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতীয় রেল ব্যাপক লোকসানে, বাড়তে পারে যাত্রী ভাড়া

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, ফেব্রুয়ারি ১৩, ২০১২

কলকাতা: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেল পরিষেবার এতদিন লাভে চলার পর এবার ব্যাপক লোকসানের মুখে। তাই লোকসানে চলা রেলকে ফের লাভের মুখ দেখাতে এবার যাত্রী ভাড়া বাড়ানোর ইংগিত মিলেছে।



আগামী ১৪ মার্চ ভারতের সংসদের ২০১২-১৩ অর্থবর্ষের রেল বাজেট পেশ করতে চলেছেন তৃণমূলের সাংসদ রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী।

রেলে লালু প্রসাদের জমনা চলে যাওয়ার পর দুর্বল আর্থিক অবকাঠামোর জেরে গত কয়েক বছরে রেলের আয় সংক্রান্ত ঘাটতির পরিমাণ প্রায় ৭ হাজার কোটি রুপি। অথচ, গত বছরে বাজেটেও ২০ হাজার কোটির রুপি আর্থিক সহায়তা করা হয়েছিল।

এছাড়াও গত ৬ ফেব্রুয়ারি রেলের হাল ফিরাতে ৩ হাজার কোটির রুপি আর্থিক সাহায্যের আবেদন মঞ্জুর করেছে কেন্দ্রিয় অর্থ মন্ত্রক।

ভারতীয় রেলবোর্ডের সাবেক চেয়ারম্যান আর কে সিং বলেন, অনেকদিন ধরেই যাত্রী ভাড়া বাড়েনি। সেই সঙ্গে রেলপথের বিস্তার এবং নতুন কোচ নির্মাণে বিনিয়োগ প্রয়োজন।

একজন বিশেষজ্ঞ হিসেবে তার ধারণা, জনসমর্থন ধরে রাখতে তৃণমূল সমগ্র রেল পরিষেবাকে উৎসর্গ করেছে। তাই ভারতীয় রেলের এই হাল।

এদিকে, সংশ্লিষ্ট মহলের মতে, রেলের বেহাল দশা ফেরাতে যাত্রী ভাড়া বাড়াতে হবেই। অদূর ভবিষ্যতে রেলের ভাড়া ২৫ শতাংশ বাড়ার সম্ভবনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে অতিরিক্ত আয় হবে ১২ হাজার ৫০০ কোটি রুপি।

জানা গেছে, ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিদিন ১০ হাজার ৫০০টি ট্রেন চলে। তাতে যাত্রী সংখ্যার পরিমাণ ২ কোটি ২০ লাখেরও বেশি। বর্তমানে ভারতের রেলপথের দৈর্ঘ্য ১ লাখ ১৪ হাজার কিলোমিটার।

উল্লেখ্য, শেষবার ভারতে রেল ভাড়া বেড়েছিল ২০০২-২০০৩ অর্থবর্ষে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।