ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তিস্তা চুক্তি শীঘ্রই, সাহারা খাতুনকে আশ্বাস মনমোহনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

নয়াদিল্লি: ঢাকার সঙ্গে নয়াদিল্লির তিস্তার পানি বণ্টন ও ছিটমহল বিনিময় সংক্রান্ত চুক্তি দ্রুতই কার্যকর করা হবে বলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

সাউথ ব্লকের একটি সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে শুক্রবারে একটি বৈঠকে এ ব্যাপারে সুস্পষ্ট আশ্বাস দিয়ে তিনি বলেছেন, দুটি বিষয়েই ‘সামান্য কিছু কাজ’ বাকি রয়েছে।



সুত্রটি আরও জানাচ্ছে, প্রধানমন্ত্রী মনমোহন তাদের বলেন, বিষয়টি নিয়ে একটি ঐক্যমত গড়ে তুলতে তার সরকার প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু জোট রাজনীতির বাধ্যবাধকতার কারণে তা হতে দেরি হচ্ছে। এনিয়ে তার শরিক দল তৃণমূলের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে দ্রুতই সমাধানে পোঁছানো যাবে বলে সাহারা খাতুন ও গওহর রিজভীকে এদিন জানান মনমোহন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানাচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রের কাছে যে রির্পোট চেয়ে পাঠিয়েছেন তার কাজ শেষ না হলে এই বিষয়ে এগোনো সম্ভব নয়। এরপরই তিস্তার পানির হিস্যা
নিয়ে কেন্দ্র রাজ্য আলোচনা শুরু হবে।

অন্যদিকে, ছিটমহল বিনিময় করতে গেলে ভারতের বর্তমান সংবিধানকে সংশোধন করতে হবে। এই বিষয়ে আসন্ন সংসদের বাজেট অধিবেশনে বিল আনতে চলেছে সরকার।

তবে, দুটি বিষয়ের আনুষ্ঠানিকতা গ্রহণে সময় লাগতে পারে। এই সময়ের ব্যবধানে পর্যন্ত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে যাতে ভাটার টান না আসে, তা নিশ্চিত করতে সক্রিয় হয়েছে নয়াদিল্লি।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।