ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যে ফের মৃত্যুর মিছিল, ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গে ঋণের দায়ে ফের আত্মঘাতী হলেন এক কৃষক। আত্মঘাতী কৃষক স্বপন মান্না হুগলির আরামবাগের বাসিন্দা।

ধানের দাম না পেয়ে বা ঋণের দায়ে এ পর্যন্ত রাজ্যে ৩৬ জন কৃষক আত্মহত্যা করলেন।

শনিবার সকালে সাতমাসা গ্রামে ওই কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের লোকেরা জানিয়েছেন, ধানের দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন তিনি। কীভাবে ঋণ শোধ করবেন তা নিয়ে কয়েকদিন ধরেই তিনি উদ্বিগ্ন ছিলেন।     

পরিবারের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, তিনটি ব্যাঙ্ক থেকে মোট এক লাখ ৭০ হাজার রুপি ঋণ করেছিলেন তিনি। এছাড়া বাজারে খুচরো ধার তো ছিলই। সব মিলিয়ে দেনার দায়ে জেরবার হয়ে গিয়েছিলেন স্বপন মান্না। ধানের চাষ করে দাম মেলেনি। আলু চাষও করেছিলেন। কিন্তু আলু চাষও তার নষ্ট হয়ে যায় ধসা রোগের কারণে। এরপর থেকে উদাসীনই থাকতেন তিনি।
 
কীভাবে ঋণের টাকা শোধ করবেন, সেটাই চিন্তা হয়ে দাঁড়িয়েছিলে ওই কৃষকের। শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন স্বপন মান্না। শনিবার সকালে উদ্ধার হল তার লাশ।

রাজ্য সরকারের তরফে কৃষক আত্মহত্যা নিয়ে তেমনভাবে কোনও ভূমিকা এখন  গ্রহণ করতে দেখা যায়নি। ফের আত্মঘাতী হলেন কৃষক। এবারও কী টনক নড়বে সরকারের। সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।