কলকাতা: ভারত সরকারের প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের বর্ধমানের বার্নপুরে ইসকো প্রকল্পের সম্প্রসারণ ঘিরে রোববার রণক্ষেত্রের চেহারা নিয়েছে আসানসোলের পুরুষোত্তমপুর।
জনতা-পুলিশের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
বেশ কিছু দিন ধরেই ধরেই ইসকো প্রকল্পের সম্প্রসারণে বাধা দিয়ে আসছে স্থানীয় বাসিন্দারা।
তাদের দাবি, প্রকল্পের কাজে যে জমি দেওয়া হয়েছে, তার জন্য পরিবার পিছু একজনকে চাকরি দিতে হবে।
বাম আমলে স্থানীয় বাসিন্দাদের এ আন্দোলনকে সমর্থন করে আসছিল বর্তমান শাসক দল তৃণমূল। রাজ্যে পালা বদল ঘটলে স্থানীয় বাসিন্দারা মনে করেছিল, পরিবর্তিত সরকার তাদের দাবিকে সমর্থন করবে। সেই মতো প্রতিবারই ইসকো কর্তৃপক্ষ প্রকল্প ঘিরে প্রাচীর দিতে এলে তারা বাধা দিয়ে আসছে।
এদিন সকালে হঠাৎ করেই গ্রামবাসীরা লক্ষ্য করে প্রায় ৫০০ পুলিশ প্রকল্পটি ঘিরে ফেলেছে। বিষয়টি প্রথম স্থানীয় নারীদের নজরে আসে।
এরপর গ্রামবাসীরা বাধা দিতে এলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। পুলিশ ব্যাপক লাঠি ও কাঁদানে গ্যাস চালায় বলে গ্রামবাসীদের অভিযোগ।
এ ঘটনায় স্থানীয় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে বিক্ষোভ দেখাতে থাকে। বিনা প্ররোচনায় পুলিশ তাদের উপর কেন লাঠি চালাল, সেই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১২