ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে কিংফিশারের জ্বালানি বন্ধ, ফ্লাইট বাতিল

সিনিয়র করেনপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মার্চ ৮, ২০১২
ভারতে কিংফিশারের জ্বালানি বন্ধ, ফ্লাইট বাতিল

মুম্বাই: আবারো সঙ্কটে ভারতের বেসরকারি বিমানসংস্থা কিংফিশার এয়ারলাইন্স। এবার বকেয়া পাওনা না মেটানোর জন্য কিংফিশার এয়ারলাইন্সকে জ্বালানি সরবরাহ করা বন্ধ করে দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)।



এর ফলে মুম্বাইয়ে তাদের ৬টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এ ছাড়া দিল্লিতেও বেশ কিছু ফ্লাইট বাতিল করা হচ্ছে বলে সংস্থাটির সূত্র জানিয়েছে।

এইচপিসিএল সূত্রে জানা গেছে, এইচপিসিএলের কাছে জ্বালানির দাম বাবদ ৪২৫ কোটি রুপি বাকি রয়েছে কিংফিশারের। তাই বুধবার সন্ধ্যা থেকেই কিংফিশারকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিনের পর দিন জ্বালানির দাম না মেটানোর জন্য চলতি মাসেই কয়েক ঘণ্টার জন্য কিংফিশারকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কোনও ফল না পাওয়ায়, এবার অনির্দিষ্টকালের জন্য জ্বালানি সরবরাহ বন্ধ করতে হয়েছে।

অন্যদিকে, হঠাৎ করে বিমান বাতিল করায় চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন যাত্রীরা।

টিকিট কাটার পর শেষ মুহূর্তে ফ্লাইট বাতিলের বিরুদ্ধে মুম্বাই বিমানবন্দরে বিক্ষোভও দেখান কিংফিশারের যাত্রীরা।

তবে শুধুই এইপিসিএল নয়, বকেয়া না মেটানোর জন্য এদিন কিংফিশার এয়ারলাইন্সকে সাসপেন্ড করেছে আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা, ইন্টারন্যাশনার এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)।

এর আগে বকেয়া কর না মেটানোয়, কিংফিশারের প্রায় সবকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ভারতের আয়কর বিভাগ।

আইএটিএর সাসপেন্ড ও এইচপিসিএলের জ্বালানি সরবরাহ বন্ধের বিষয়ে কিংফিশারের তরফে জানানো হয়েছে, কর বিভাগ ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি চালু করে দিলেই, সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।