ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা থেকে বার্মার ১২ নাগরিক গ্রেফতার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরায় ১২ জন বার্মার নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এরা বাংলাদেশ হয়ে ত্রিপুরায় ঢুকেছিল।

গ্রেফতারকৃতরা পুলিশকে জানিয়েছে তারা শিলচর যাচ্ছিল।

বুধবার ওই নাগরীকদের গ্রেফতারের পর আদালতে দেওয়া হয়েছে।

তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে, তাদের কাছে গোপন খবর আসে যে জাতীয় সড়ক হয়ে কয়েকজন বাংলাদেশি নাগরীক আসামে যাচ্ছে। কিন্তু তাদের কাছে কোনো বৈধ অনুমোদন নেই। এ খবর পেয়ে পুলিশ আগে থেকেই ব্যবস্থা নিয়েছিল। পরীক্ষা করা হচ্ছিল বিভিন্ন যানবাহন।

যানবাহন তল্লাশির সময় একটি গাড়ি থেকে ওই ১২ জন বার্মা গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হওয়া ১২ জন কোনো সন্ত্রাসী দলের সঙ্গে যুক্ত কিনা তা দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা বার্মা থেকে বেআইনিভাবে বাংলাদেশ হয়ে ত্রিপুরায় ঢুকেছে। কাজের সন্ধানে তারা আসামের শিলচর যাচ্ছিল। তাদের কথার ভিত্তিতে খোঁজখবর নিচ্ছে পুলিশ।

উল্লেখ্য, ত্রিপুরা বাংলাদেশ সীমান্তকে দীর্ঘ দিন ধরেই বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন ব্যবহার করে আসছে যাতায়াতের করিডোর হিসেবে। পুলিশ এবং গোয়েন্দা দফতরের কাছে এ ধরনের অনেক প্রমাণও রয়েছে।

বিভিন্ন সময় গ্রেফতার হওয়া ব্যক্তিরাও জানিয়েছেন তারা ত্রিপুরাকে ‘সেফ পেসেজ’ হিসেবেই ধরে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।