মুম্বাই: চলে গেলেন অভিনেতা জয় মুখার্জি। তার বয়স হয়েছিল ৭৩।
ফিল্মি বাড়িতেই জন্ম জয়ের। বাবা শশধর মুখার্জি বিয়ে করেছিলেন কিংবদন্তি অভিনেতা অশোক কুমারের বোন সতী দেবীকে। ফিল্মলয় স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। জয়ের ভাই দেব ও সমু মুখার্জি। সমুর মেয়ে বর্তমানের সাড়া জাগানো বলিউডের নায়িকা কাজল এবং তানিশা।
১৯৬০-এ সাধনার বিপরীতে ‘লাভ ইন সিমলা’ ছবিতে তার বলিউডে অভিষেক। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ‘জিদ্দি’, ‘লাভ ইন টোকিও’, ‘ফির ওহি দিল লায়া হুঁ’- একের পর এক সুপারহিট ছবি দিয়ে গিয়েছেন তিনি।
বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেটরে রাখতে হয়েছিল। প্রয়াত অভিনেতার মুখপাত্র জানিয়েছেন, গত তিনদিন ধরেই জয় মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি হচ্ছিল। তার ফুসফুস ঠিকঠাক কাজ করছিল না। শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল।
বৃহস্পতিবার অসুস্থ অভিনেতাকে দেখে আসেন বর্ষীয়ান অভিনেতা দীলিপ কুমার এবং তার স্ত্রী সায়রা বানু। হাসপাতালে যান সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ীও।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১২