কলকাতা: শহরের বাজারে ঘাটতি মাছের যোগানে। শীতের শেষে রুই, কাতলা পাওয়া গেলেও বাজারে যোগান কম পারশে, ট্যাংরা, ভেটকি, পাবদা, তোপসে মাছের।
এরই মধ্যে বাংলাদেশি ইলিশ ১ কিলোর উপরে বিক্রি হচ্ছে কিলো প্রতি ৬০০ রুপি দরে। দামের হাল এমনই যে, সাধারণ মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে চলে যাওয়ার যোগাড় পারশে, ট্যাংরা, পাবদা, ইলিশের দাম।
একঝলকে কলকাতার মাছের দাম:
মাছ কিলো প্রতি দাম
পারশে ৩০০-৪০০
ট্যাংরা ৩০০-৪০০
ভেটকি ২৫০-৩৫০
তোপসে ৩০০-৪০০
পাবদা ৩০০-৪০০
তবে, কাটা রুই, কাতলাই আপাতত মধ্যবিত্তের ভরসা। দাম ঘোরাফেরা করছে ১৬০ থেকে ২২০ রুপির মধ্যে।
শীতের শেষে ভেড়ির পানি বের করে দেওয়া হয় বলে এমনিতেই ঘাটতি থাকে বাজারে মাছের। বর্ষার নতুন পানিতে ফের নতুন করে শুরু হয় চাষ। এবার এই ঘাটতি একটু বেশিই রয়েছে. তাই গ্রীষ্মের আগেই চড়তে থাকা মাছের বাজার আগামী কয়েক মাসে আরও চড়া থাকবে বলেই মনে করছে ব্যবসায়ী মহল।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১২