কলকাতা: মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে এআইসিসির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বৈঠক করলেন শনিবার।
কংগ্রেসের হাইকমান্ডের নির্দেশেই এই বৈঠক হয়।
১৩ মার্চ রাজ্যসভার প্রার্থী নির্বাচন নিয়ে এআইসিসির দলীয় যে বৈঠক হবে, তার আগে জোট সঙ্গীর মনোভাব জেনে নিতেই শাকিল আহমেদ কলকাতায় আসেন। এছাড়া শাকিল আহমেদ জানান, ‘আসন্ন বাজেট অধিবেশন নিয়েও তাদের সঙ্গে কথা হয়েছে। ’
এ্রই রাজ্য থেকে ৫ জন প্রতিনিধি রাজ্যসভায় যেতে পারেন। কংগ্রেস ৩ জন প্রতিনিধি দিতে চায়। এরা হলেন ওমপ্রকাশ মিশ্র, আব্দুল মান্নান ও শাকিল আহমেদ। এছাড়া তৃণমূলের দেবী পাল ও সন্তোষ মোহন দেব প্রতিনিধির দৌড়ে রয়েছেন।
এদিন, শাকিল আহমেদ বলেন, ‘কেন্দ্রীয় রাজনীতিতে দুটি গুরুত্বপূর্ণ দল রয়েছে। একটি কংগ্রেস অপরটি বিজেপি। ৫ রাজ্যের নির্বাচনে কংগ্রেস, বিজেপির থেকে ভালো ফল করেছে। পাঞ্জাবে কংগ্রেস অনেক আসন বাড়াতে পেরেছেন। উত্তরপ্রদেশের কংগ্রেসের আসন বেড়েছে তুলনায় বিজেপির আসন কমেছে। উত্তরাখন্ডে কংগ্রেস সরকার গঠন করতে চলেছে। মনিপুরে বিজেপির অস্তিত্ব নেই, কংগ্রেস একক সংখ্যাগোরিষ্ঠতা পেয়েছে।
কেবলমাত্র গোয়াতে বিজেপি ভালো ফল করেছে, জানান শাকিল আহমেদ।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০১২