আগরতলা (ত্রিপুরা): স্নাতক স্তরে শিক্ষকের চাকরির জন্য বিএড ডিগ্রি যাতে বাধ্যতামূলক না করা হয় সেজন্য কেন্দ্রের কাছে দাবি জানালো রাজ্য সরকার। এব্যাপারে উন্নয়ন মন্ত্রকের কাছে একটি চিঠি লিখা হয়েছে রাজ্যের শিক্ষা দফতরের পক্ষ থেকে।
এ খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী।
প্রতিটি রাজ্যে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে একটি নির্দেশ পাঠায়। তাতে বলা হয়, স্নাতক স্তরে শিক্ষকের চাকরি দেওয়ার জন্য বিএড ডিগ্রি বা শিক্ষক শিক্ষণ ডিগ্রি বাধ্যতামূলক।
এতেই সমস্যায় পড়ে রাজ্য সরকার। কারণ রাজ্যে মাত্র একটি বিএড কলেজ বা শিক্ষক শিক্ষণ কেন্দ্র রয়েছে। এই ডিগ্রি যাদের আছে তাদেরই যদি শুধু চাকরি দিতে হয় তবে রাজ্যে স্কুল চালানোই সমস্যা হয়ে যাবে।
রাজ্য সরকার এক হাজার শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়ে কাজ করছে। কিন্তু বিএড ডিগ্রি নিয়ে নতুন করে জটিলতা দেখা দেওয়ায় চাকরি দেয়া যাচ্ছে না।
ফলে রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের কাছে এ আইন শিথিল করার জন্য বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রী বলেন, চাকরি পাবার পরও বিএড ডিগ্রি করা যায়। আমাদের এখানে প্রায় সব শিক্ষকদেরই চাকরি পাবার পর বিএড ডিগ্রি করানো হয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করেন কেন্দ্র রাজ্যের এ দাবিতে সারা দেবে।
এদিকে কেন্দ্রের সম্মতি মিললেই রাজ্যে আরও নতুন এক হাজার শিক্ষক নেওয়া হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২