ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ডিএমকে’র হুমকি, বিপাকে কংগ্রেস

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২

নয়াদিল্লি: ভারতের রেলমন্ত্রী দিনেশ ত্রিবেদীর পদত্যাগ নিয়ে মমতা ব্যানার্জির অনড় অবস্থানের পর শ্রীলঙ্কায় নিহত এলটিটি প্রধান প্রভাকরণ পুত্রের হত্যার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নিজেদের সরিয়ে নিতে পারে বলে জানাল জোট শরিক তামিলনেতা করুনানিধির ডিএমকে।

সম্প্রতি প্রভাকরণের ছোট ছেলে বালাচন্দ্রনকে খুনের ছবি প্রকাশ্যে আসার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন ডিএমকে সুপ্রিমো করুণানিধি।



তার উত্তরে প্রণব মুখার্জি যা জানিয়েছেন তাতে সন্তুষ্ট নয় ডিএমকে। এর পরই বুধবার রাতে ডিএমকে সূত্রে জানা যায়, মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা নিয়ে চিন্তা- ভাবনা করছেন করনানিধি।

বালাচন্দ্রন হত্যায় একটি নিন্দা প্রস্তাব পেশ হতে চলেছে রাষ্ট্রসংঘে। তার পক্ষে ভোট দানের জন্য কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই ডিএমকে এই হুমকি দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২

সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।