আগরতলা (ত্রিপুরা) : ভারতের ত্রিপুরা রাজ্যে নির্মাণ করা হবে আরো তিনটি মেডিক্যাল কলেজ। এর জন্য সব ধরনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
ত্রিপুরায় বর্তমানে দু’টি মেডিক্যাল কলেজ রয়েছে। এই কলেজগুলোতে প্রতি বছর ১০০ ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছেন, রাজ্যে একটি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ, একটি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং একটি ডেন্টাল কলেজ করা হবে।
তিনি জানান, আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজটি হবে উনকোটি জেলায়, হোমিওপ্যাথিক কলেজটি হবে উদয়পুরে ও আগরতলায় হবে ডেন্টাল কলেজ।
উনকোটি ও উদয়পুরে যে দু’টি জেলা হাসপাতাল রয়েছে সে দু’টি হাসপাতালকে কেন্দ্র করেই গড়ে উঠবে কলেজ দু’টি।
মন্ত্রী বলেন, আপাতত ঐ দু’ হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। এর জন্য কেন্দ্রীয় সরকার ১০ কোটি টাকাও দিয়েছে। কলেজ হবে সরকারি এবং বেসরকারি যৌথ অংশীদারিত্বে। বেসরকারি সংস্থার জন্য বিজ্ঞাপনও দেওয়া হবে খুব শীঘ্রই।
ডেন্টাল কলেজ নির্মাণের জন্য একটি সংস্থাকে রাজ্য সরকার জমিও দিয়েছে। মন্ত্রী বলেন, সব ঠিকঠাক থাকলে কয়েক বছরের মধ্যে রাজ্যে পাঁচটি মেডিক্যাল কলেজ হবে।
বাংলাদেশ সময় : ০৭২৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২
সম্পাদনা : রানা রায়হান, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর