ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ডেঙ্গু আক্রান্ত হয়ে কলকাতায় বাংলাদেশি নারীর মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
ডেঙ্গু আক্রান্ত হয়ে কলকাতায় বাংলাদেশি নারীর মৃত্যু 

কলকাতা: ডেঙ্গু আক্রান্ত হয়ে কলকাতায় শিপ্রা দাস (৫৮) নামে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে।  

তিনদিন আগে ডেঙ্গু নিয়ে কলকাতার ঢাকুরিয়ার এএমআরআই (AMRI) হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

তার বাড়ি নড়াইল সদর উপজেলায়।

জানা গেছে, বুধবার (২ নভেম্বর) সকালের দিকে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্র জানায়, কান্সার ও হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত ছিলেন শিপ্রা।

জানা গেছে, চিকিৎসা করাতেই গত মাসে কলকাতায় এসেছিলেন ওই নারী। ৩০ অক্টোবর পর্যন্ত ওই বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার কারণে হাসপাতালের পাশে বাসা ভাড়া নেন শিপ্রা। এরই মধ্যে হঠাৎ করেই কাঁপুনি দিয়ে জ্বর আসে তার। কমতে থাকে প্লাটিলেট। এরপর ওই হাসপাতালে ভর্তি হন তিনি। রক্তের পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু ধরা পরে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মৃত্যু হয় তার।

চিকিৎসকদের অভিমত, শিপ্রার শারীরিক অসুস্থতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ডেঙ্গু সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছিল।  

এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আতঙ্ক বাড়ছে কলকাতাবাসীর মধ্যে। সংক্রমণ নিয়ন্ত্রণে কলকাতা পৌরসভার পক্ষ থেকেও চেষ্টার কোনো ত্রুটি নেই। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও জানান যে ডেঙ্গু নিয়ে অযথা আতঙ্কের কিছু নেই। তবে সচেতন থাকতে হবে। এডিস মশার ডিম কমপক্ষে তিন বছর জীবিত থাকে। পানির সংস্পর্শে এলেই ডিম সক্রিয় হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
ভিএস/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।