ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কবিগুরুর ছবি দিয়ে মধুসূধনের জন্মদিন পালন রাজ্য সরকারের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১২
কবিগুরুর ছবি দিয়ে মধুসূধনের জন্মদিন পালন রাজ্য সরকারের

কলকতা: রবীন্দ্রনাথের ছবি রেখে চলল মধুসূদনের জন্মদিনের অনুষ্ঠান। এমনটাই ঘটল কলকাতার মধুসূদন মঞ্চে।

সংবাদমাধ্যমের ক্যামেরা ঘটনাস্থলে যেতেই সরিয়ে নেওয়া হল ব্যানার।

দেরিতে ভুল ধরা পড়ায় শোধরানোর সময় মেলেনি তাদের। অন্তত এমনই সাফাই দিয়েছেন মধুসূদন মঞ্চের অধিকর্তা সুকান্ত রায়।

কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর। মধুসূদন মঞ্চ তৈরির পর থেকে প্রতিবছরই এই বিশেষ দিনটিতে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্মরণ করা হয় কবিকে।

কিন্তু, মঞ্চে যখন চলছে অনুষ্ঠান, তখন অনুষ্ঠান মঞ্চের পিছনে ছিল অন্য একজনের ছবি?
ছবিটি ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। সদ্য স্কুলের গণ্ডিতে ঢোকা ছাত্রটিও এ ছবি চিনতে ভুল করবে বলে মনে হয় না। কিন্তু, ভুল করেছে সরকারের একটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে থাকা উচ্চশিক্ষিত আধিকারিকরা।

এই ভুল সম্পর্কে জিজ্ঞাসা করার পর মুসূদন মঞ্চের কর্তৃপক্ষ বলেন, বাঙালির মননে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই সার্বিকভাবে যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠানেই রবীন্দ্রনাথ কোথাও না কোথাও থাকেন।

মধুসূদন মঞ্চের অধিকর্তা সুকান্ত রায়ের সাফাই, এই ছবি বিভ্রান্তির সৃষ্টি করছিল । এছাড়াও এই ভুলের জন্য তিনি উন্নতমানের প্রযুক্তিকেই দায়ী করেছেন।

যে কর্মী ইন্টারনেট থেকে ছবিটি ডাউনলোড করেছিলেন তিনি অধিকর্তাকে জানান, ওয়েবসাইটে মাইকেল মধুসূদনের নাম দিতে রবীন্দ্রনাথ ঠাকুরের এ ছবিটিই চলে আসে। তিনি সেই ছবিই ডাউনলোড করে নেন।

মঞ কর্তৃপক্ষের আরও দাবি, ব্যানারটি তৈরির দায়িত্বে ছিল একটি বেসরকারি সংস্থা। শেষ মুহূর্তে ভুল ধরা পড়ায় তা শোধরানোর সময় পায়নি তারা। অগত্যা পর্দার আড়ালে রইলেন রবীন্দ্রনাথ, নিচে চলল মধুসূদনের জন্মদিন পালনের অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১২
আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।