ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

বিসিএস ২৪ ব্যাচের ৫ম বর্ষপূতি উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৩, জুলাই ২, ২০১০

ঢাকা: বাংলাদেশ সিভিল সার্ভিস’র ২৪তম ব্যাচের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান শুক্রবার ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পালিত হয়। ২৪তম বিসিএস ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে সব ক্যাডারের প্রতিনিধি-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফোরাম সভাপতি সৈয়দ মুনতাসির মামুন, বিসিএস (পররাষ্ট্র) এবং সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বিসিএস (হিসাব ও নিরীা) আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন।

বাংলাদেশ সিভিল সার্ভিসে ২৪তম ব্যাচ সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় ব্যাচ। মোট ২৫ টি ক্যাডারের সাড়ে পাঁচ হাজারের বেশি কর্মকর্তা বর্তমানে সরকারের সচিবালয়সহ বিভিন্ন সংস্থায় গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ২ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।