ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছুটি শেষে ইবি খুলছে বুধবার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
ছুটি শেষে ইবি খুলছে বুধবার

(ইবি): পবিত্র ঈদুল আযহা ও দুর্গা পূজার ছুটি শেষে বুধবার খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আযহা ও দুর্গা পূজা উপলক্ষে ১৭ দিনের ছুটি শেষে বুধবার সকাল ১০টায় আবাসিক হল খুলে দেওয়া হবে।

এছাড়া বৃহস্পতিবার থেকে ক্লাস পরীক্ষা যথা নিয়মে চলবে।

এর আগে চাকরির দাবিতে ছাত্রলীগের অবরোধের কারণে নির্ধারিত ছুটির আগেই ক্যাম্পাস বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. টি এম লোকমান হাকিম বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় একটা অস্বাভাবিক পরিস্থির মধ্যে বন্ধ হয়েছে। তবে সেটা তেমন বড় কোনো বিষয় নয়। আমরা সব পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছি। আশা করছি সামনের দিন থেকে ক্যাম্পাস স্বাভাবিক থাকবে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।