ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অক্লান্ত প্রচেষ্টায় এ ফলাফল: শিক্ষামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
অক্লান্ত প্রচেষ্টায় এ ফলাফল: শিক্ষামন্ত্রী

ঢাকা: কেবলমাত্র পরীক্ষার্থীর সংখ্যা এবং কেন্দ্র সংখ্যা বৃদ্ধি পাওয়া ছাড়া সবক্ষেত্রেই এবারের জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) এবং জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষার ফলাফল নিন্মগামী। তবুও ফলাফলের মধ্যে ইতিবাচক দিক খুঁজে পাওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
 

একইসঙ্গে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও শিক্ষা পরিবারের সার্বিক সহযোগিতায় এ অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন।
 
শনিবার (৩০ ডিসেম্বর) জেএসসি ও জেডিসি’র ফলাফল প্রকাশ অনুষ্ঠানে লিখিত বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, পরীক্ষার ফল বিশ্লেষণ করে শিক্ষা ব্যবস্থার জন্য কিছু ইতিবাচক দিক লক্ষ্য করা গেছে। যেমন-এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। ছাত্রের তুলনায় ১ লাখ ৭০ হাজার ৬৬৭ জন ছাত্রী বেশি অংশগ্রহণ করেছে। ১ লাখ ৪৪ হাজার ৮০৫ জন ছাত্রী বেশি উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ ০.১৭ শতাংশ বেশি পাস করেছে। আর ২৯ হাজার ৮৩২ জন জিপিএ ৫ বেশি পেয়েছে।
 
‘শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন পদক্ষেপ, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের অক্লান্ত প্রচেষ্টাসহ পুরো শিক্ষা পরিবারের সার্বিক সহযোগিতায় এ অবস্থায় পৌঁছানো সম্ভব হয়েছে। শিক্ষা পরিবারের সবাইকে জানাচ্ছি অভিনন্দন’।
 
অথচ শিক্ষামন্ত্রীর ঘোষিত ফলাফল থেকেই দেখা যায়, এ বছর ছাত্র পাস করেছে ৯ লাখ ৩৬ হাজার ৭৩৩ জন, যা গত বছর ছিলো ১০ লাখ ১৮ হাজার ৯১৯ জন। কমেছে ৮২ হাজার ১৮৬ জন।
 
এ বছর ছাত্রী পাস করেছে ১০ লাখ ৮১ হাজার ৫৩৮ জন, যা গত বছর ছিলো ১১ লাখ ৬৫ হাজার ০৫৬ জন। কমেছে ৮৩ হাজার ৫১৮ জন, যেখানে এবার ছাত্রীর সংখ্যা বেশি ছিল।
 
এ বছর ছাত্রের তুলনায় ছাত্রী ১,৪৪,৮০৫ জন বেশি পাস করেছে। গত বছর ছাত্র ১০ লাখ ১৮ হাজার ৯১৯ জন এবং ছাত্রী ১১ লাখ ৬৫ হাজার ৫৬ জন পাস করেছিল। গত বছর ১ লাখ ৪৬ হাজার ১৩৭ জন ছাত্রী বেশি পাস করেছিল।
 
অর্থাৎ এবার ছাত্রীর সংখ্যা বেশি হলেও গতবার ২ হাজারের বেশি ছাত্রী পাস করেছিল।
 
এদিকে এ বছর জিপিএ ৫ পেয়েছে ৮০ হাজার ৮৯৮ জন ছাত্র, যা গত বছর ছিলো ১ লাখ ৬ হাজার ৩৪৫ জন, কমেছে ২৫ হাজার ৪৪৭ জন। এ বছর জিপিএ পাঁচ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৭৩০ জন ছাত্রী, যা গত বছর ছিলো ১ লাখ ৪১ হাজার ২৪৩ জন, কমেছে ৩০ হাজার ৫১৩ জন।

অন্যান্যা তথ্য:
# এবার অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ২৪ লাখ ৮২ হাজার ৩৪২ জন, যা গত বছর ছিলো ২৩ লাখ ৪৬ হাজার ৯৫৯ জন, বেড়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৮৩ জন।

# এবার পাস করেছে ২০ লাখ ১৮ হাজার ২৭১ জন, যা গত বছর ছিলো ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন, কমেছে ১ লাখ ৬৫ হাজার ৭০৪ জন।

# ‍এবার পাসের হার ৮৩.৬৫ শতাংশ, গত বছর ছিলো ৯৩.০৬, কমেছে ৯.৪১ শতাংশ।

# এবার মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন, গত বছর ছিলো ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন, কমেছে ৫৫,৯৬০ জন।

# এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ২৭৯টি, যা গত বছর ছিলো ৯ হাজার ৪৫০টি, কমেছে ৪,১৭১টি।

# এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৯টি, গত বছর ছিলো ২৮টি, বেড়েছে ৩১টি।

# এবার মোট প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ২৮ হাজার ৮২৪টি, গত বছর এ সংখ্যা ছিলো ২৮ হাজার ৭৪১টি, বেড়েছে ৮৩টি।

# এবার মোট কেন্দ্রের সংখ্যা ছিলো ২ হাজার ৮৩৪টি, গত বছর এ সংখ্যা ছিলো ২ হাজার ৭৩৪টি, বেড়েছে ১০০টি।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।