ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২

ঢাকা: চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।



সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব মনছুর আলীর পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সহ-সভাপতি ফোরকান আলী।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির নেতারা বলেন, ‘আগামী ৫ এপ্রিলের মধ্যে চাকরি সরকারিকরণ করতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচিতে যাবে সমিতি।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৯ এপ্রিল শিক্ষকদের জেলায় জেলায় বিক্ষোভসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান এবং আগামী ৩০ এপ্রিল ঢাকায় মহাসমাবেশ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম-মহাসচিব মহিউদ্দিন খন্দকার, এমদাদুল হক বাবলু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক রাজীব হোসেন সরকার ও তাজ উদ্দিন।

বাংলাদেশ সময়: ২১০৬, মার্চ ১৮, ২০১২

এমএন/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।