ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আচরণবিধি বিষয়ে ঢাকা দক্ষিণে সমন্বয় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
আচরণবিধি বিষয়ে ঢাকা দক্ষিণে সমন্বয় সভা ঢাকা দক্ষিণ সিটির সমন্বয় সভা। ছবি: বাংলানিউজ

ঢাকা: নির্বাচনে আচরণবিধি বিষয়ে ২৫টি সংরক্ষিত ওয়ার্ডে ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কোথাও যেন কোনো আচরণবিধি লঙ্ঘন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেন।

রোববার (৫ জানুয়ারি) নিজ কার্যালয়ে বাংলানিউজের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।

আব্দুল বাতেন বলেন, রোববার আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করেছি।

কোনোভাবেই যেন আচরণবিধি লঙ্ঘন না হয় সে বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। কোনো প্রার্থী যেন আচরণবিধি লঙ্ঘন না করতে পারেন, সে বিষয়ে সংরক্ষিত ২৫টি ওয়ার্ডের মোট ২৩ জন ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করেছি। তাদের নিজ নিজ ওয়ার্ডে আচরণবিধির বিষয়ে সক্রিয় ও সচেষ্ট হতে বলা হয়েছে।

সভায় অংশ নেওয়া জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও সংরক্ষিত ১৪ নম্বর ওয়ার্ডের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোখলেচুর রহমান বাংলানিউজকে বলেন, সমন্বয় সভায় বিভাগীয় কমিশনারের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। সভার মূল বিষয় ছিল, আচরণবিধি লঙ্ঘন বিষয়ে সবাইকে সক্রিয় করা।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
ইএআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।