ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছি

ঢাকা: দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করার কথা জানিয়েছেন ৩৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির কাউন্সিলর প্রার্থী মো. আমির আলী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহার করতে এসে বাংলানিউজকে একথা বলেন তিনি।

তিনি বলেন, ৩৯ নম্বর ওয়ার্ড থেকে আমরা দুজন জাতীয় পার্টি থেকে মনোনয়ন কিনেছিলাম।

দল বজলু মৃধাকে মনোনয়ন দিয়েছে। তাই এলাকায় নেতাকর্মীদের সঙ্গে বসে আলাপ-আলোচনা করে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করছি।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসএমএকে/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।